অমানুষে নেই শ্রাবন্তী!

টালিউড নির্মাতা রাজীব বিশ্বাস তার ‘অমানুষ’ চলচ্চিত্রটির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। কিন্তু ছবিটির প্রথম পর্বে নায়িকা হিসেবে শ্রাবন্তী থাকলেও দ্বিতীয় পর্বে ‘অমানুষ-২’ এ শ্রাবন্তীকে নিচ্ছেন না নির্মাতা রাজীব। কিন্তু বাকি সবাই থাকছেন। থাকবেন হিরো সোহমও। এ ছবিতে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে পায়েল সরকারকে। তবে গুঞ্জন রয়েছে যে, নির্মাতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকাতেই বাদ পড়লেন শ্রাবন্তী।



মন্তব্য চালু নেই