ভালবাসা তোমায় দিলাম ছুটি

গল্পে মায়ের ক্যান্সার। তার শেষ ইচ্ছা একমাত্র ছেলেকে তার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিবে। কিন্তু ছেলেটি অন্য আরকেটি মেয়েকে ভালবাসে। অপর দিকে তার মায়ের পছন্দের মেয়েটিও ছেলেটিকে খুব পছন্দ করে। ছেলেটির মা মৃত্যুর দিকে ধাবিত হয়।
গল্পের শেষে ছেলেটির মায়ের শেষ ইচ্ছা কি পূরণ হয়? দেখতে হলে অপেক্ষা করতে হবে। কারন এই গল্পের নাটকটি এখনও নির্মানাধীন। নির্মান করছেন চণ্দন চৌধুরি। তার নিজেরই রচনায় নাটকটির নাম ‘ভালবাসা তোমায় দিলাম ছুটি’।
এতে অভিনয় করেছেন, অপূর্ব, ফারাহ রুমা, এ্যানিলাসহ আরও অনেকে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানায় নির্মাণ সূত্র।
মন্তব্য চালু নেই