মা-মেয়ে হত্যায় চট্টগ্রামে দুজনের ফাঁসি
চট্টগ্রামের চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনার প্রায় দেড় বছর পর দেয়া রায়ে এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন আবু রায়হান আরজু ও মোহাম্মদ শহীদ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ২৪ মার্চ ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার যমুনা ভবনের চতুর্থ তলায় নিজ বাসায় মা রেজিয়া বেগম (৫০) ও মেয়ে সায়মা নাজনীন নিশাত (১৬) খুন হন।
মৃত্যূদণ্ডপ্রাপ্ত আসামি আবু রায়হান আরজু (২৩) ও শহিদ (২৭) কারাগারে আটক রয়েছেন। রায় ঘোষণার আগে তাদের দুজনকে দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির করা হয়।
মন্তব্য চালু নেই