দেশে সুশাসন-গণতন্ত্রের অভাবে বিদেশি নাগরিক খুন
সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই ইতালির নাগরিক তাবেলা সিজার খুন হয়েছেন হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ আট মাস পর দলীয় কার্যালয়ে এসে মির্জা ফখরুল বলেন, দেশে সুশাসনের অভাব, গণতন্ত্রের অভাব। গণতান্ত্রিক পথ খোলা না থাকায় বিদেশি নাগরিক খুন হয়েছে।
তিনি বলেন, জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে আহবান জানাবো যাতে আইনশৃঙ্খলা পরিস্থির উন্নতির জন্য পদক্ষেপ নেয়।
বিএনপি-জামায়াত ইতালির নাগরিককে হত্যা করেছে- সরকারের এমন বিবৃতির জবাবে সাংবাদিকদের ফখরুল বলেন, সরকার সব সময়ই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের ব্যর্থতা থেকে ঢাকেতে চায়।
মন্তব্য চালু নেই