দুই সন্তান হত্যার দায় স্বীকার বাবার

ময়মনসিংহ সদর উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে রাতের আধারে দুই শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন ঘাতক বাবা ওয়ালি উল্লাহ (২৭)।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাপুনিয়ার সোহেলী গ্রামের ট্রলি চালক ওয়ালি উল্লাহ পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ঐশী (৬) ও ৫ মাস বয়সী রুমান।

পুলিশ সূত্র জানায়, দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় ঘাতক বাবা ওয়ালি উল্লাহ ও তার স্বজনদের আটক করা হয়। মঙ্গলবার সকাল থেকেই তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুরে নিজের দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেন ওয়ালি উল্লাহ।

এএসপি আব্দুর রশিদ জানান, স্ত্রীর সঙ্গে বেশির ভাগ সময়েই তাদের বাড়িতে থাকা নিয়ে ওয়ালি উল্লাহর ঝগড়া বিবাদ হতো। কিছুদিন আগে ওয়ালি উল্লাহ আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে সবাই ঘুমিয়ে গেলে সোমবার দিবাগত গভীর রাতে পুকুরে ফেলে দুই সন্তানকে হত্যা করেন তিনি।

উল্লেখ্য, সোমবার দিবাগত গভীর রাত এবং মঙ্গলবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সোহেলী গ্রামের একটি পুকুর থেকে দুই ভাই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই