১৪ সদস্যের দল ঘোষণা, সুযোগ পেলেন সৌম্য
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলতি সফরে ব্যর্থ হলেও আরেকটা সুযোগ দেয়া হয়েছে এই ওপেনারকে। এছাড়া দলে রাখা হয়েছে রুবেল হোসেনকেও।
২৮ সেপ্টেম্বর অজিদের বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা আসেনি। আজ-কাল দলটি সিদ্ধান্ত জানাবে, কবে তারা আসবে।
সফরে দুটি টেস্ট খেলবে স্মিথ বাহিনী।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, রিয়াদ, নাসির, জুবায়ের, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ শহীদ।
মন্তব্য চালু নেই