মা হতে চেয়েছিলেন মল্লিকা কিন্তু আমির বানায়নি!

‘দঙ্গল’এ আমির খানের স্ত্রীয়ের চরিত্রের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তবুও তার জায়গায় সে চরিত্রে অভিনয় করবেন সাক্ষী তনওয়ার। তিনি মল্লিকা শেরওয়াত। কিন্তু এমন সুযোগ কেন তিনি হেলায় হারালেন জানেন কি? তার কারণ খোদ আমির খান!

মল্লিকা জানিয়েছেন, ‘দঙ্গল’এ তার অডিশন বেশ পছন্দই হয়েছিল পরিচালকের। কিন্তু চিত্রনাট্যে আমিরের চার সন্তান রয়েছেন। আর তাদের মা হিসাবে নাকি একেবারেই মানাবে না মল্লিকাকে। যতই মেকআপ করা হোক না কেন তার বয়স যেহেতু অনেকটা কম, তাই পর্দায় তাকে চার মেয়ের মা বলে মনেই হবে না। সে কারণেই মল্লিকার জায়গায় সাক্ষীকে কাস্ট করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি।

নায়িকার কথায়, ‘‘আসলে আমি ততটা বুড়ো হইনি। আমির খানই বললেন, আমাকে চার মেয়ের মা মনে হবে না। তাই অফারটা ছেড়ে দিলাম।’’ ছবিতে মহাবীর সিংহ ফোগটের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন বাড়িয়ে করেছেন ৯৫ কিলো!



মন্তব্য চালু নেই