সিকান্দার বক্স নাটক বন্ধ করলে পরিচালককে হত্যা করার হুমকি

‘সিকান্দার বক্স’ নাটকের সিরিজ এবারই শেষ হচ্ছে। অনেক দর্শক এটা কোনোভাবে মানতে পারছেন না। এই নাটক নির্মাণ বন্ধ করলে সাগর জাহানকে হত্যা করার হুমকিও দিয়েছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযগের মাধ্যম এবং মোবাইলে তাকে এ ধরনের হুমকি দিয়েছেন বেশ কয়েকজন সিকান্দার ভক্ত।

উল্লেখ্য, গত পাঁচ বছরে বাংলাদেশিদের মুখে মুখে সবচেয়ে বেশী নাটকের যে সংলাপটি শোনা গেছে এবং এখনো নিয়মিত শোনা যায় তা হলো ‘আমার এতো আবেগ ক্যারে?’ ও ‘ফহিন্নির ঘরে ফহিন্নি’।

মোশাররফ করিম অভিনীত ‘সিকান্দার বক্স’ নাটকটির মতোই জনপ্রিয় এই সংলাপ দুটি। ‘সিকান্দার বক্স’ সিরিজে প্রায় সারাদেশ ঘুরে ঘুরে নির্মান করা হয়েছে আটটি কিস্তি।

এবারের ঈদে প্রচারিত হচ্ছে সর্বশেষ পর্ব ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’। এ নাটক নির্মাণের সময়ই পরিচালক ঘোষণা দিয়েছিলেন এটাই সিকান্দার বক্স এর শেষ কিস্তি।

আর এ কথা শুনেই সিকান্দার বক্স ভক্তরা পরিচালককে হত্যার হুমকি দিয়েছেন। তাদের দাবি কিছুতেই সিকান্দার বক্স সিরিজ নাটকটি বন্ধ করা যাবে না।



মন্তব্য চালু নেই