কেন মামলা করবেন সানি লিওন?
পরিচালক কান্তি শাহ’র বিরুদ্ধে মামলা করবেন সানি লিয়ন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। কারণ কান্তি সানি’র জীবন নিয়েই সিনেমা বানাতে চেয়েছেন। যে সিনেমার নাম তিনি রেখেছেন ‘ম্যায় সানি লিওনি বননা চাহতি হু’।
আর এতেই চটেছেন সানি। সানির মতে তিনি এমন কোন বড় কেউ হয়ে যাননি যে তার জীবনী নিয়ে সিনেমা বানাতে হবে। প্রচারণায় তার অনুমতি না নিয়ে নাম ব্যবহার করায় সানি চটেছেন। তার মতে তিনি শুধুমাত্র অর্থিনৈতিক কারণেই পর্ণে কাজ করেছেন। এতে পর্ণ ইন্ডাস্ট্রিতে সে তার দায়িত্বটুকুই পালন করেছেন। এ নিয়ে সিনেমা বানানোর কোনো কারণ ঘটেনি।
আর কান্তি এই কাহিনী নিয়েই সিনেমা বানাতে চেয়েছেন। একজন কুমারী মেয়ে কিভাবে পর্ণস্টার হয়ে যায় সে সেই গল্পটিই তৈরী করতে চেয়েছেন।
কান্তি শাহ এমন একজন পরিচালক যিনি খুনী শয়তান, প্যায়াসা হাইবান, খুনী ভুতনী, এমএমএস কাণ্ড, সপ্না কী জওয়ানী’র মতো কিছু বি-গ্রেড ছবি বানিয়েছেন।
আর সানি ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ভারতীয় সিনেমা জগতে জায়গা দখল করতে পেরেছেন। এখন বড় বড় স্টারদের সঙ্গে অভিনয়ের কথাও চলছে।
মন্তব্য চালু নেই