প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে

সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে সকল সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষকরা পূর্ন দিবস কর্ম বিরতি পালন করছে।

আজ সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফরিদপুরের জেলার সকল প্রাথমিক স্কুলে এই কর্মসূচী পালন করেন তারা।

এসময় স্কুলের ক্লাস গুলো ফাঁকা ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের ক্লাসের বাইরে অলস সময় কাটাতে দেখা যায়।

এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুশান্ত কুমার সরকার জানান, আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে। সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংযোজন করা ও কিছু ক্ষেত্রে বেতন বৈষম্য রয়েছে সেগুলো দূর করলেও কেবল আমরা কাজে ফিরে যাব।

উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষকরা অর্ধ দিবস ও আজ পূর্ন দিবস পালন কর্ম বিরতি পালন করছে।



মন্তব্য চালু নেই