ডিএমসিতে চান্স পাওয়া নিয়ে ফান করতে গিয়ে বিপদে একজন!
‘At last got chance at DMC…ফাহিম, নাভিদ তোরা সকালে প্রশ্ন না দিলে মনে হয় না চান্স পেতাম! thnx man’..ঠিক এভাবেই স্ট্যাটাস দিয়েছিলেন আব্দুল্লাহ। ব্যাস, মুহুর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে এই স্ট্যাটাসের স্ক্রিনশট। নিন্দার ঝড় বয়ে যায়। অনেকে মামলা করারও পরামর্শ দেন। অবস্থা বেগতিক দেখে আব্দুল্লাহ দ্রুত দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন। তিনি ইচ্ছাকৃত এ ভুলের জন্য অনুতপ্ত। তার পক্ষে তাঁর এক বন্ধুও স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হল।
”সবার দৃষ্টি আকর্ষণ করছি । নিচের স্ক্রিনশট এ দুইজন কে দেখা যাচ্ছে । তারা দুইজনই আমার পরিচিত । আর তাহসিন আমার এলাকার ছোট বেলার থেকে বন্ধু।
তাহসিন একটা স্ট্যাটাস দেয় মেডিকেলে চান্স পাওয়া নিয়ে । যা এখন ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে খুব দ্রুত ।
ব্যাপার টা আমি ক্লিয়ার করি । তাহসিনের আর ওর বন্ধুর কারোই HSC তে বায়োলজি ছিল না । তারা কেউ মেডিকেলে পরীক্ষাই দেয় নাই ।
তারা স্ট্যাটাস টা দিয়েছিল মজা করে । আর যারা প্রশ্ন পেয়ে টিকসে তাদের ব্যাঙ্গ করে ।
কিন্তু ব্যাপার টা এখন খুব খারাপ পর্যায় চলে গেসে । তাহসিন ওর ফেসবুক বন্ধ করে দিসে । কেউ কেউ মামলা করতে চাইতেসে । কিন্তু ও আসলে কিছুই করে নাই ।
ফেসবুক যেহেতু চালাইতে পারেন আশা করি নেট ব্রাউজিং ও পারেন।
তা্হসিন এর Hsc Roll : 118750। রেজাল্ট দেখে আসেন”।
মন্তব্য চালু নেই