ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তায় যানবাহনের তীব্র চাপ রয়েছে। কিছু কিছু পয়েন্টে থেমে থেমে চলছে গাড়ি।
রোববার রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনা ও গরু ভর্তি ট্রাক বিকল হওয়ায় এ চাপের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুরের ইসাইল এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন সামান্য আহত হলেও ট্রাক দুটি রাস্তা থেকে সরাতে প্রায় ৪ ঘণ্টা লেগে যায়।
অন্যদিকে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাসাইলের করতিপাড়া বাইপাস এলাকায় ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এ থেকেই মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) যানবাহনের প্রচণ্ড চাপ বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই