রিয়াজের কন্যার মুখ দেখতে একসঙ্গে ‘তিন কন্যা’
ববিতার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রিয়াজ। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই-বোন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেতা ২০০৭ সালে বিয়ে করেন মডেল-অভিনেত্রী তিনাকে। এ বছর ২ মে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। প্রথমবার রিয়াজের কন্যার মুখ দেখতে একসঙ্গে বাসায় হাজির হন ‘তিন কন্যা’ খ্যাত সুচন্দা, ববিতা ও চম্পা।
ছবিটি ফেসবুকে পোস্ট করেন রিয়াজই।
মন্তব্য চালু নেই