ফেসবুক পোস্টে প্রকাশ পাবে ব্যক্তি চরিত্র
সম্প্রতি লন্ডনের বার্নেল ইউনির্ভাসিটির নতুন এক রিসার্চে দেখা যায় ফেসবুকের বিভিন্ন পোস্ট মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। রিসার্চে দেখা যায় যারা ফেসবুকে প্রতিদিন তাদের সম্পর্ক নিয়ে পোস্ট করে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে। বিষয়টা কিছুটা এরকম, রিলেশনশিপ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষ অন্যদের মনোযোগ আকর্ষণ এবং স্বীকারোক্তি পাওয়ার আশায় থাকে। এতে করে তারা তাদের নিরাপত্তাহীনতা থেকে নিজেদের বিভ্রান্ত করতে পারে।
এদিকে আইরিশ ইন্ডিপেনডেন্টের দেওয়া প্রতিবেদনে আরও বলা হয় সুস্থ জীবনযাত্রা অথবা জিম সেশন নিয়ে যারা বেশি ফেসবুক পোস্ট করেন তারা একটু আত্মম্ভরি হয় এবং নিজেদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সবার কাছ থেকে লাইক কমেন্ট আশা করে।
ফার্স্টপোস্ট অবলম্বনে
মন্তব্য চালু নেই