শালীকে নিয়ে শোয়েব-সানিয়া দ্বন্দ্ব!

সানিয়া মির্জার ছোট বোন আনাম মির্জার বিয়েতে আসেননি শোয়েব মালিক। বৃহস্পতিবারই সাতপাকে বাধা পড়লেন আনাম ও আকবর রশিদ। আনাম পেশায় স্টাইলিস্ট। অন্যদিকে, পাত্র আকবর হায়দরাবাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দু’জন এর আগেই আংটি বদল সেরে নিয়েছিলেন।এবার বিয়েটাও করে ফেললেন৷

বৃহস্পতিবার আনাম-আকবরের বিয়েতে জ্বালা গুট্টা সহ-বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকলেও আসতে উপস্থিত ছিলেন না আনামের জামাইবাবু শোয়েব। সানিয়ার বোনের সঙ্গে একাধিক ছবি টুইট করলেও শোয়েবকে কোনও ছবিতেই পাওয়া যায়নি।

তবে শোয়েব কেন অনুষ্ঠানে এলেন না, সে ব্যাপারে স্পষ্ঠ করে কিছু জানা যাচ্ছে না। শোয়েবের অনুপস্থিতি নিয়েও ধোঁয়াশা থেকে যাচ্ছে। মিয়াঁ-বিবির সম্পর্কে কী তাহলে নতুন কোনও সমস্যা হয়েছে? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।

সূত্রঃ ডেইলি নিউজ



মন্তব্য চালু নেই