তাসকিন আউট, রাব্বি ইন
ইনজুরি থেকে ফিরে অনুশীলনে স্বাভাবিকভাবে বোলিং করে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। নিজের স্বাভাবিক গতির থেকেও বেশি গতিতে বোলিংয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। ইচ্ছে ছিল ভারতের ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডের পাশাপাশি একটি তিন দিনের ম্যাচ খেলে লংগার ভার্সনের প্রস্তুতি নেবেন। কিন্তু কিছুই হল না।
ইনজুরি আবারও তাসকিনের সব পরিকল্পনা ভেস্তে দিল। বুধবার বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তাসকিন। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে তাসকিন পুরো সফর থেকে ছিটকে পড়েছেন। বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন জাতীয় দলের এই উদীয়মান পেসার।
এদিকে তাসকিনের পরিবর্তে আরেক ওপেনার কামরুল ইসলাম রাব্বিকে ভারতে পাঠানো হচ্ছে। শুক্রবার তার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরে তাসকিন বিসিবির মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন। সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ার আগে ৫ ওভার বোলিং করে ১ উইকেট নেন তাসকিন।
মন্তব্য চালু নেই