‘রাজকাহিনী’র পোস্টারেও দ্রোহী নারীরা

ট্রেলারের পর এবার প্রকাশিত হল জয়া আহসান অভিনীত পশ্চিম বাংলার মেধাবী নির্মাতা সৃজিত মূখার্জীর ছবি ‘রাজকাহিনী’র প্রথম পোস্টার।

জানা গেছে, ক’দিন আগেই সৃজিত মুখার্জি পরিচালিত ও বাংলাদেশের জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, এবার প্রকাশিত হল ছবিটির প্রথম পোস্টার। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্মাতা সৃজিত তার ফেসবুক ওয়ালে আসন্ন ছবি ‘রাজকাহিনী’র প্রথম পোস্টারটি পোস্ট করেন।

’৪৭-এর দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবি ‘রাজকাহিনী’। এরআগে ট্রেলারে নারীদের দ্রোহ আর সংগ্রামকেও দেখিয়েছেন সৃজিত, এবার পোস্টারেও নারীদের সেই দ্রোহই ফুটে উঠেছে।

উল্লেখ্য, আসছে ১৬ অক্টোবর ‘রাজকাহিনী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের জয়া আহসান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যয়, প্রিয়াংকা সরকার, কৌশিক সেন, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এনা সাহা, ব্রাত্য বসু, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষের মত তারকা অভিনেতা-অভিনেত্রীরা।



মন্তব্য চালু নেই