লামায় মৎস্য খামারীদের মাছের পোনা বিতরণ
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য বিষয়ে বান্দরবানের লামায় পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়েছে। মৎস্য খামারীদের মাঝে ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ঘটিকায় মাছের পোনা বিতরনের মধ্য দিয়ে লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সরকারী, বে-সরকারী, প্রাতিষ্ঠানিক ও উন্নয়নকৃত পাহাড়ী ছড়া, জলাশয়, পুকুরে সম্প্রতি ৫বারের বন্যায় মৎস্য খামার ক্ষতিগ্রস্থদের এই পোনা বিতরণ করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, পোনা অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় লামা মৎস্য অফিস উপজেলার শতাধিক মাছ চাষীদের ৩৪৫ কেজি মাছের পোনা বিতরণ করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার মোঃ জাহিদ আকতার, লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদক মোঃ তৈয়ব আলী সহ প্রমূখ।
পোনা অবমুক্তকরণ কালে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, সম্প্রতি সময়ে পাহড়ি বন্যায় মাছ চাষীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাই সরকারের পোনা অবমুক্তকরণ কর্মসূচী বন্যায় ক্ষতিগ্রস্থদের অগ্রঅধিকার দিয়ে মৎস্য অধিদপ্তরের পাহাড়ি জলাশয়ে উন্নয়নকৃত পাহাড়ী ক্রীক, জলাশয়, পুকুর মালিকদের মাঝে মাছ চাষ বিস্তারে বড় ভূমিকা রাখবে।
মন্তব্য চালু নেই