পাবনায় মাদক ব্যবসার সাথে জড়িত পুলিশদের শাস্তি দিয়েছি

পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেছেন, পুলিশ বাহিনীতে যারা মাদক ব্যবসার সাথে জড়িত ও সখ্য ছিল তাদের সাজা দিয়েছি, তারা এখন পুলিশ লাইনে দিন গুনছেন। জেলার ডিবি পুলিশকে নতুন করে সাজিয়েছি। মাদক নিয়ন্ত্রণ করতে পারলে সমাজে অনেক অপরাধই কমে আসবে। তাই জেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে প্রধান গুরুত্ব দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এজন্য নিজের ঘর আগে পরিস্কার করতে হবে।

আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে খোজ রাখুন। কাদের সংস্পর্শে বেড়ে উঠছে সেদিকে নজর দিন। প্রতিটি ঘর ভাল থাকলে পরিবার, সমাজ, রাষ্ট্র ভাল থাকবে। মাদক থেকেই দেশে সকল অপকর্ম শুরু হচ্ছে।
গত শনিবার বিকেলে পাবনার চাটমোহর থানার উদ্যোগে স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভার শুরুতেই এক বণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাষা সৈনিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরচন্দ্র সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, পৌর কমিউনিটি পুলিশিং এর আহবায়ক মোহাম্মদ নাজিমুদ্দিন, এএসপি (হেডকোয়ার্টার) শামছুল আলম, ঈশ্বরদী সার্কেলের এএসপি শেখ মোঃ আবু জাহিদ, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, অধ্যক্ষ মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন।

সমাবেশে উপজেলার বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, রাজনৈতিক ও ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্যাপশন- বক্তব্য দেন, আলমগীর কবীর, শেহেলী লায়লা, দুলাল মির্জা, সুফিয়া খাতুন, সুব্রত সরকার।



মন্তব্য চালু নেই