গাজির হাটের ‘লিটন’ আটক
ঠাকুরগাঁও, রাণীশংকৈল উপজেলার গাজির হাট নাম স্থান থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মেহেদীর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনা স্থাল থেকে ডিভি পরিচয়ে প্রতারণা করার সময় ঐ এলাকার মোঃ জসিম উদ্দীনের ছেলে আবু লিটন (৩৫), কে আটক করে থানা নিয়ে আসে। অপর দুই জন আসামী মোঃ বাকী (৩০), পিতা- অজ্ঞাত, মোঃ শাহিন (২৮), পিতা- জোহাক আলী উভয়ের সাং- গচিয়া (নুন্তোর)।
জানা যায় যে, উক্ত আসামীগণ বাবুল (২০), পিতা- তোফাজ্জল হোসেন বনগাঁও, কালিতলা, হরিপুর, কে কৌশলে গাজির হাটে নিয়ে আসে এবং এক পর্যায়ে টাকা পাবে বলে তার অভিভাবককে ফোনে জানায়।
ঘটনাস্থলে পুলিশ এসে আসামীকে গ্রেফতার করে। ৪১৯,৩৪১,৩৪২,৩২৩,৩৮৫,৩৭৮ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মহন্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই