তিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ১৪ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

উল্লিখিত তিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ থেকে সেই ছুটি শুরু হলো।

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানায়, তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না। যাদের কাছ থেকে ইতিমধ্যে ভ্যাট নেওয়া হয়েছে তা তাদের পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভ্যাটের ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তই মেনে চলবে তাদের বিশ্ববিদ্যালয় ।



মন্তব্য চালু নেই