এসএস মিঠু, জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর থেকে রিভলবার ও হেরোইন সহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ রোববার ভোর রাতে জয়পুরহাটের আক্কেলপুরের পশ্চিম মাতাপুর গ্রাম থেকে ১টি রিভলবার ও ১৫৫গ্রাম হেরোইন সহ শাহ আলম (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। আটক শাহ আলম পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নুনুজ গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে।

জয়পুরহাটের র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে,গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম মাতাপুর মিলনপাড়ায় আকস্মিক অভিযান চালিয়ে জনৈক দুলু মিয়ার বাড়ির নিকটবর্তী মুরগীর খামারের উত্তর পাশ থেকে একটি রিভলবার ও ১৫৫ গ্রাম হেরোইন সহ অস্ত্র ব্যবসায়ী শাহ আলমকে আটক করে।ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মকবুল হোসেন নামে তার অপর এক সহযোগী পালিয়ে যায়। পলাতক মকবুল হোসেন পাশ্ববর্তী মাতাপুর গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।

সূত্রটি আরও জানায়,আটক অস্ত্র ব্যবসায়ী শাহ আলম ও পলাতক মকবুল হোসেন গোপনে সীমান্তের চোরাই পথে ভারত থেকে অবৈধ অস্ত্র ও হেরোইন কিনে এনে বিক্রির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে নিজ হেফাজতে রেখেছিল।আটক অস্ত্র ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই