খালেদার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা।
শনিবার রাত ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সন্ত্রাস দমন ও দারিদ্র্য দূরীকরণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই