ফের ‘বিধ্বস্ত’ চেলসি!

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের শুরুটা বাজে থেকে আরো ভয়াবহ বাজে হলো হোসে মরিনহো চেলসির। প্রতিপক্ষের মাঠে স্টিভেন নেইস্মিথের হ্যাটট্টিকে এভারটনের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। এই হারের ফলে টেবিলের আরো তলানিতে নেমে গেল ব্লুজ’রা।

ঘরের মাঠ গডিনসন পার্কে এভারটনের হয়ে প্রথমার্ধের ১৭ থেকে ২২- এই পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে দেন এভারটনের স্কটিশ মিডফিল্ডার স্টিভেন নেইস্মিথ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে নেমাঞ্জা ম্যাতিকের গোলে চেলসি ব্যবধান কমালেও পরবর্তীতে আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি। উল্টো নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে স্টিভেন নেইস্মিথের গোলে হার নিশ্চিত হয় চেলসির।

মৌসুমের পাঁচ ম্যাচে চেলসির এটা তৃতীয় পরাজয়। এই পরাজয়ের ফলে টেবিলের ১৩তম স্থান থেকে আরো নিচে নেমে গেছে হোসে মরিনহো দল। অন্যদিকে পাঁচ ম্যাচে এভারটনের এটা দ্বিতীয় জয়। অন্য তিন ম্যাচে দুটি ড্র ও একটি পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে গডিনসন পার্কের দলটি।



মন্তব্য চালু নেই