তিন ফরম্যাটে কোহলিকে ক্যাপ্টেন করার প্রস্তাব
শুধু টেস্ট নয়, তিন ফরর্ম্যাটেই বিরাট কোহলিকে ভারতের অধিনায়ক করে দেওয়া উচিৎ৷ এমনটাই মত করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস৷ প্রোটিয়ারা ভারত সফরের আগেই বিরাটকে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন ক্যালিস৷
ধোনির বদলে বিরাটকে ক্যাপ্টেন করার প্রসঙ্গে ক্যালিস বলছেন, আমার মনে হয় ধোনির জায়গায় বিরাটই ভারতের সব ফরম্যাটের অধিনায়ক হোক৷ বিরাটের মধ্যে সেই গুন রয়েছে৷ চাপের মধ্যে বিরাটও ধোনির মতোই নিজের সেরাটা দিতে জানে৷ তাই ধোনির জায়গায় এবার ভারতের বিরাটের কথা ভাবা উচিৎ৷
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে ভারত সফর মোটেই সহজ হবে না বলেও মত কিংবদন্তি অলরাউন্ডারের৷ তিনি বলছেন, আমার মনে হয় নির্বাচকরা সেরা দলকেই ভারতে পাঠাবে৷ ভারতের মাটিতে গিয়ে সিরিজ জিতে দেশে ফেরার কাজটা মোটেই সহজ নয়৷
মন্তব্য চালু নেই