বিয়ে ও হানিমুনের পরে শহিদের ব্যচেলার্স পার্টি!
বিয়ের আগে অবিবাহিত জীবনকে টা টা গুডবাই করতেই আয়োজিত হয় ব্যচেলার্স পার্টি। আর তারকাদের ব্যচেলার্স পার্টিতে যোগ হয় বাড়তি মাত্রা, রঙিন পার্টির আয়োজনটাও হয় ভিন্ন। কিন্তু তাই বলে বিয়ে এবং হানিমুনের পরে ব্যচেলার্স পার্টি!
কাজের চাপে বিয়ের আগে ব্যাচেলার্স পার্টি পালন করতে পারেন নি শহিদ কাপুর। বন্ধুদের নিয়ে গ্রিস যাওয়ার কথা ছিল। কিন্তু তাই বলে পার্টি হবে না? বিয়ের আয়োজন সম্পূর্ণ করতেই বিয়ের আড়াই মাস পর ব্যাচেলার্স পার্টির আয়োজন করা হচ্ছে। আর এই পার্টির প্রধান উদ্যোক্তা হলেন ‘শানদার’ ছবির পরিচালক বিকাশ বহেল।
শোনা যাচ্ছে জুহু আর বান্দ্রার কাছে একটা বিলাসবহুল হোটেলে এই পার্টির আয়োজন করা হচ্ছে। মেন্যু থেকে নিমন্ত্রিতদের লিস্ট- সব নাকি বিকাশ দাঁড়িয়ে থেকে করাচ্ছেন। শহিদের স্ত্রী মীরার আত্মীয়রাও এই পার্টিতে আমন্ত্রিত থাকবেন। তাছাড়া বলিউডের বেশ কিছু বড় তারকারা উপস্থিত থাকবেন শহিদের এই অভিনব ব্যাচেলার্স পার্টিতে।
মন্তব্য চালু নেই