‘বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পাতানো ছিল’
১৬ বছর আগের কথা। ১৯৯৯ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেয় টাইগাররা। তখন এই জয়কে অঘটন বলে দাবি করেছিলেন। কেউ কেউ অস্বাভাবিকও বলেছিলেন। কিন্তু ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ওই ম্যাচটি পাতানো ছিল বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান প্রথমে হার মানে বাংলাদেশের কাছে। পরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। তার মতে এই দুটি ম্যাচই পাতানো ছিল।
এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ এ বিষয়ে বলেন, ‘সেই সময় পাকিস্তান দলের কিছু খেলোয়াড় ‘কুছ পরোয়া নেহি’ ভঙ্গিতে ঘুষ-দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলো। আমি তখনকার বোর্ড প্রধান খালিদ মাহমুদকে উদ্যোগ নিতে বলেছিলাম। না হলে হলে পাকিস্তানের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে সতর্কও করেছিলাম। আমার বিবেক আর সায় দেয়নি বলেই ১৯৯৯ সালে কোচের পদ থেকে সরে গিয়েছিলাম।’
তিনি আরো বলেন, ‘কয়েক বছর পরে সাঈদ আনোয়ার আমার সঙ্গে দেখা করে সেই ঘটনার জন্য ক্ষমা চায়। ও বলেছিলো, কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলের জুনিয়রদেরও আমার বিরুদ্ধে উসকে দিয়েছিল। সেবার বিশ্বকাপে এই খেলোয়াড়রাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে অপ্রত্যাশিত হারের জন্য দায়ী ছিল। তা ছাড়া সেই বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল, সেটাও এখন ইতিহাস।’
মন্তব্য চালু নেই