খালেদা জিয়া দেশে জঙ্গি উৎপাদন করেছেন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন। আর মহাজোট সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন করছে।

বৃহস্পতিবার দুপুুরে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জঙ্গি দমন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। এটা সম্ভব হয়েছে মহাজোট সরকারের ঐক্যের কারণে। এই ঐক্য অটুট থাকবে। জঙ্গিবাদ দূর করতেই আমরা মহাজোট করেছিলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা যতীন জাতীয় স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। এ সময় জাতীয় নারী জোটের আহ্বায়ক ও মন্ত্রীর সহধর্মিনী আফরোজা হক রীনা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার প্রলয় চিসিম উপস্থিত ছিলেন।

দুপুরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলা পরিষদ চত্বরে ফল উৎসব ও বিকেলে উপজেলার মিটন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই