ভারতকে হুশিয়ারি দিয়ে যা বললেন টাইগার নাসির

বাংলাদেশের হার্টহিটার ব্যাটসম্যান নাসির হোসেন। কয়েকদিন পরেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের ১৫ জন ক্রিকেটার। এই সফরে জয়ের কোনো বিকল্প ভাবছে না টাইগাররা। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ বিতর্কিত ঘটনার মধ্যে দিয়ে ভারতের কাছে হেরে যায়।

পরে ওয়ানডে সিরিজে ঠিক ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। এ দলের ক্রিকেট হলেও মূলত জাতীয় দলের ক্রিকেটারদের লড়াই হচ্ছে এখানে। দুই প্রতিবেশী দেশই এই আসরকে গুরুত্ব দিয়ে দেখছে। তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে দুই দেশ। নাসির হোসেন ভারতে হুশিয়ারি দিয়ে দিলেন সে দেশে উড়ে যাওয়ার কয়েকদিন আগেই।

নাসির হোসেন বলেন, ভারত অবশ্যই একটি শক্তিশালী দল। কিন্তু আমরা মোটেই ভয় পাব না। ভারতের সাথে আমাদের কঠিন লড়াই হবে।

সাফল্যর বিষয়ে বলেন, ব্যক্তিগত ভাবে আমার দিকে দৃষ্টি থাকবে সবার। পারফর্মটা সেভাবেই করতে চাইব। অন্যদিকে দলের সবার বিষয়ে নাসির হোসেন বলেন, দলের সবাই নিজেদের উড়ার করে দিয়েই এই সিরিজে খেলবে।

বাংলাদেশ দল বেশ কিছু দিন বিশ্রামে ছিল উল্লেখ করে তিনি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শুরু হওয়ার আগে এই সিরিজ আয়োজন করার মধ্যে দিয়ে একটি ভালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



মন্তব্য চালু নেই