কারা নির্যাতিত নেতাদের সঙ্গে খালেদার সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কারা নির্যাতিত বিএনপির নেতা-কর্মীরা সাক্ষাৎ করেছেন। এসময় নিহত বিএনপি তিন নেতার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন খালেদা জিয়া।
বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী জোটের আন্দোলন চালাকালীন চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আরিফ হোসেন ও বাবুল হোসেন। এছাড়া আবু তাহের নামে আরেক নেতা গুলিবিদ্ধ হন।
নিহত নেতাদের পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সান্ত্বনা দেন। এসময়, বিএনপির নিহত ৩ নেতাকর্মীর পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার এবং আহত এক পরিবারকে ১০ হাজার টাকার অনুদান তুলে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চাঁদপুরের ফরিদগঞ্জ নির্বাচনী এলাকার দুই শতাধিক নেতাকর্মী দেখা করতে এলে তাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, সকল ভেদাভেদ ভুলে চলমান আন্দোলনে জনগণের দাবি আদায়ে রাজপথে নামুন। বিগত আন্দোলনে সিনিয়র নেতৃবৃন্দ যারা ঠিকমতো সময় দিতে পারেন নি, তারা নতুনদের পাশে থেকে উৎসাহিত করুন। যাতে দল সুসংগঠিত হয়।
সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এম এ কাইয়ুম, চাঁদপুর এলাকার বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য লায়ন হরুন অর রশিদ প্রমুখ।
মন্তব্য চালু নেই