ফের বিয়ে করছেন ম্যারাডোনা
চলতি বছরই ফের বিয়ে করতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। অবশ্য বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে বিয়ের খবরটি দিয়েছেন ম্যারাডোনার বান্ধবী রোসিও অলিভিয়া।
৫৪ বছর বয়সি ম্যারাডোনার বর্তমান আবাস দুবাইয়ে। সেখানেই তার ২৫ বছর বয়সি বান্ধবী অলিভিয়া ও তিনি একসঙ্গে থাকেন। ভাই লুসিয়ানোর জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনায় গিয়েছিলেন আলভিয়া। সেখানে ম্যারাডোনার সঙ্গে তার বিয়ের বিষয়ে সাংবাদিকদের অলিভিয়া বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এ বছরই আমাদের বিয়ে হতে পারে।’
গুজব উঠেছিল, আগামী ১৩ ডিসেম্বরই বিয়ে করতে যাচ্ছেন ম্যারাডোনা-অলিভিয়া। তবে বিয়ের দিনটা যে ১৩ ডিসেম্বর হচ্ছে না, তা নিশ্চিত করেছেন অলিভিয়া, ‘এর মধ্যে গুঞ্জন উঠেছিল যে আমরা আগামী ১৩ ডিসেম্বরই বিয়ে করছি, কিন্তু তা সত্যি নয়।’
এই মুহূর্তে ম্যারাডোনা তার প্রাক্তন স্ত্রী ক্লাউডিয়া ভিলাফ্যানের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। ১৯৮৪ সালে ক্লাউডিয়াকে বিয়ে করেছিলেন ম্যারাডোনা। ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মারাদোনা-ক্লাউডিয়া দম্পতির দুটি কন্যসন্তানও রয়েছে।
অবশ্য ক্লাউডিয়া ছাড়াও আরো তিনজন নারীর সঙ্গে সম্পর্ক থাকাকালীন ম্যারাডোনা দুটি পুত্র ও আরেকটি কন্যাসন্তানের বাবা হন।
মন্তব্য চালু নেই