খেলবেন রায়না-জাদেজাও
‘এ’ দলের বিপক্ষে ধাওয়ান ভারতের অধিনায়ক
চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। টাইগারদের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। তিনদিনের ম্যাচের অধিনায়ক থাকছেন ধাওয়ান। অন্যদিকে ৫০ ওভারের ম্যাচে উন্মুক্ত চাঁদই ভারতীয় দলের দায়িত্ব পালন করবেন।
বুধবারই ভারত-বাংলাদেশ সিরিজের ক্রীড়াসূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআ)। ভারত ‘এ’ দলের বিরুদ্ধে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ, ও দু’টি তিনদিনের ম্যাচ খেলবে। তার মধ্যে একটি রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধেও খেলবে বাংলাদেশ।
শিখর ধাওয়ান চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচেই খেলতে পারেননি। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ধাওয়ানকে ম্যাচ অনুশলীন করার সুযোগ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
নমন ওঝা
তিনদিনের ম্যাচের জন্য উইকেটকিপার ব্যাটসম্যান নমন ওঝা, ফাস্ট বোলার বরুন অ্যারন ও রবীন্দ্র জাদেজাকেও দলে রাখা হয়েছে।
অন্যদিকে, করুন নায়ার দুই ফরম্যাটেই দলে রয়েছেন। এর পাশাপাশি ওয়ানডে দলে সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, কেদার যাদব, সঞ্জু স্যামসন, কর্ণ শর্মা ও ধাওয়াল কুলকার্নিকে দলে রাখা হয়েছে।
তিনদিনের ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপরাজিৎ, নমন ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমুন্য মিথুন, বরুন অ্যারন, ঈশ্বর পাণ্ডে, শেলডন জ্যাকসন।
সুরেশ রায়না
ওয়ানডে দল: উন্মুক্ত চাঁদ ( অধিনায়ক), ময়ঙ্ক আগারওয়াল, মণীশ পাণ্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরত সিং মান।
বাংলাদেশ ‘এ’ দলের সফর সূচি:
সেপ্টেম্বর ১৬ (প্রথম ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ১৮ (দ্বিতীয় ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ২০ (তৃতীয় ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ২২-২৪ ( কর্ণাটকের বিরুদ্ধে তিনদিনের ম্যাচ, মাইসোর)
সেপ্টেম্বর ২৭-২৯ ( ভারত ‘এ’র বিরুদ্ধে তিনদিনের ম্যাচ, বেঙ্গালুরু)
মন্তব্য চালু নেই