এবার শাশুড়ির প্রশংসায় পুত্রবধূ
এই তো কিছুদিন আগে শাশুড়ি শর্মিলা ঠাকুর বেশ প্রশংসা করেছিলেন পুত্রবধূ কারিনা কাপুিরের। আর এবার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড বেবো।
তিনি ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার বিষয়টি শাশুড়ির কাছেই শিখেছেন। এমনকি বিয়ের পর থেকে তাকে অনুসরণ করে পথ চলছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কারিনা।
ওয়ান ইন্ডিয়া জানায়, ‘হিরোইন’ তারকা কারিনা মনে করেন, ‘বেগম’ উপাধির পুরোপুরি যোগ্য হচ্ছেন শর্মিলা ঠাকুর। প্রয়াত মনসুর আলী খানের এই সহধর্মিণীর সঙ্গে চিরদিন এই উপাধি ছায়ার মতো থাকবে। কারণ, তিনি অভিনয় করেছেন, আবার সন্তানদের লালন-পালনও করেছেন। তিনি বরাবরই সবকিছুতে ভারসাম্য বজায় রেখে চলেন। কারিনার চোখে তাকে এখনো দারুণ ঝলমলে তরুণী মনে হয়।
শর্মিলার জয়গান গাইতে গিয়ে নবাবপত্নী কারিনা আরো বলেন, ‘নবাব পরিবারে আসার পর তার আদর্শকেই অনুসরণ করছি। তাকে রোজই নানাভাবে দেখি। আমার শাশুড়ি এককথায় চমৎকার। সব সময় তার মনোভাব এমন থাকে যে, সবাইকে কাজ করতে হবে। অলসতার সুযোগ নেই। তিনি অনেকটা সুপার ওম্যানের মতো!’
মন্তব্য চালু নেই