মেসি না রোনালদো, কে বেশি আয় করেন?
ফুটবল বিশ্বে একই সময়ে আগে কখনওই একই সাথে তাদের মত দু’জনকে দেখা যায়নি। সেই দু’জন হলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে যেমন তাদের লড়াই চলে গোলের বিচারে বা ফুটবলীয় দক্ষতার বিচারে।
লড়াই একটা চলে মাঠের বাইরেও। আর তার মাপকাঠিটা হল অর্থ। কে কত আয় করেন সেটা নিয়েও একটা লড়াই চলে। আর সেদিক থেকে অবশ্য লিওনেল মেসিকে ছাড়িয়েই গেছেন রোনালদো।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের হিসেবে তেমনটাই উঠে এসেছে। সেখানে দেখা গেছে, ক্রীড়াবিশ্বে সবচেয়ে বেশে আয় করা ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ অবস্থানে আছেন মেসি। আর তার এক ধাপ আগে তৃতীয় অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদের রোনালদো।
বার্সেলোনা ও অার্জেন্টিনা তারকা মেসি ২০১৫ সালে এখন পর্যন্ত আয় করেছেন ৪৭.৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে ক্লাব ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে তার বেতন বাবদ আসে ৩৩.৫ মিলিয়ন ইউরো। আর বানিজ্যিক নানা বিজ্ঞাপন ও স্পন্সরদের থেকে মেসির আসে ১৪ মিলিয়ন ইউরো।
মেসির আগের অবস্থানেই আছেন সি আর সেভেন। তারা আয় ৫১ মিলিয়ন ইউরো। এর মধ্যে ক্লাব ও জাতীয় দল থেকে আসে ৩৪ মিলিয়ন ইউরো। আর এর বাইরে নানা খাত থেকে আসে আরও ১৭ মিলিয়ন।
অর্থ আয়ের এই তালিকায় সবার উপরে আছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার আয় ১৯৩ মিলিয়ন ইউরো!
মন্তব্য চালু নেই