এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল ভুক্ত করায় নগরকান্দায় আনন্দ মিছিল ও সমাবেশ
এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীদেরকে নতুন পে-স্কেল অনুযায়ী ১লা জুলাই ২০১৫ থেকে বেতন প্রদানের সরকারী ঘোষনাকে স্বাগত ও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দায় আনন্দ মিছিল করেছে নগরকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শিক্ষকরা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এম এন একাডেমী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা পৌরসভার মেয়র মোঃ রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, ব্রাম্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন , কাইচাইল মডেল স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন ঠান্ডু, কৃষরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান , পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সত্যেন্দ্রনাথ প্রমুখ।
বক্তারা এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে ১ লা জুলাই ২০১৫ থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন দেবার সিদ্ধান্ত নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানান।
মন্তব্য চালু নেই