তারেক ভবিষ্যতের রাষ্ট্রনায়ক

তারেক রহমানকে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘আন্দোলনের মাধ্যমে এমন এক পরিবেশ সৃষ্টি করা হবে যাতে তাকের রহমান দেশে ফিরতে পারেন।’

এছাড়াও আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকের রহমানের উন্নয়ন ভাবনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

ন্যাশনালিস্ট রিচার্জ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।



মন্তব্য চালু নেই