লাহোরে বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দল
পাকিস্তানের করাচি পরিদর্শনের পর মঙ্গলবার লাহোরে পৌঁছেছে বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দল।
পাকিস্তানে নারী ক্রিকেট দলের সফরের আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গত শনিবার করাচিতে পৌঁছে চার সদস্য বিশিষ্ট বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দল। দুদিন করাচি পরিদর্শনের পর মঙ্গলবার লাহোরে পৌঁছেছে দলটি। মঙ্গলবার ও বুধবার লাহোরের বিভিন্ন স্থান পরিদর্শনের পর বৃহস্পতিবার দেশে ফিরবেন তারা।
লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান্স শাহরিয়া খানের সঙ্গে দেখা করবে বাংলাদেশের পরিদর্শক দলটি। প্রাক্তন চেয়ারম্যান নিজাম শেঠীরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দলটিতে রয়েছেন বিসিবির চীফ সিকিউরিটি অফিসার মেজর হোসেন ইমাম। এ ছাড়া দলটিতে রয়েছে লে. কর্ণেল মো.রফিকুল ইসলাম, ডিআইজি মেজবাহউদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি মো.মাজহারুল ইসলাম।
দুদিনের করাচি সফরে নিরাপত্তা দলটি সানসেট ক্লাব পরিদর্শন করেন। এ সময়ে মাঠ, ড্রেসিংরুম, ডাইনিং রুম, জিমনেশিয়াম, হোটেল পরিদর্শন করেন তারা। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানের নিরাপত্তা ব্যবস্থাও পযবেক্ষণ করেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিকিউরিটি অ্যাডভাইজর কর্ণেল (অবসরপ্রাপ্ত) আজম এবং সিনিয়র ম্যানেজার আরশাদ খান বাংলাদেশের দলটিকে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন দিক তুলে ধরেন। স্টেডিয়ামের বাইরে ও খেলা চলাকালীন সময়ে কীভাবে ক্রিকেটারদের ও অফিসিয়ালদের নিরাপত্তা দেওয়া হবে সেই বিষয়ে ধারণা দেন।
দেশে ফিরে নিরাপত্তা পরিদর্শক দলটির প্রতিবেদনের ওপর বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারণ হবে। সবুজ সংকেত পেলে সেপ্টেম্বরের ২৭ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত পাকিন্তান সফর করবে সালমাবাহিনী। এ সময়ে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে দলটির।
মন্তব্য চালু নেই