সালমানের ফোন নিষিদ্ধ

‘প্রেম রতন ধন পায়ো’ চলচ্চিত্রে এখন অভিনয় করছেন ভাইজান সালমান খান। তার সহশিল্পী হচ্ছেন সোনম কাপুর। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুরুজ বারজাতিয়া। কিন্তু চলচ্চিত্রটি শুটের সময় সবসময় মোবাইল ফোন বেজে বিপত্তি তৈরী করছে। তাই বাধ্য হয়ে পরিচালক শুটিং এর সবার ফোন বন্ধ রাখতে বলেন। এমনকি সালমান খানেরও। এতে অবশ্য সালমানের আপত্তি নেই। সে সমর্থনই জানিয়েছিলেন। তার এতো বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনা।

তবে আপত্তি জানায় সোনম। তিনি বলেন অন্তত সালমান ও তার ফোনটি যেন খোলা রাখতে দেয়া হয়। কিন্তু সালমানই ফোন বন্ধ রাখতে বলেন তাকে।

সালমান বলেন, আমি নিয়মে বিশ্বাসী। পরিচালক হলেন আমাদের ক্যাপ্টেন। তিনি যদি মনে করেন আমাদের সবার ফোন বন্ধ রাখা উচিত, তবে সেটাই ঠিক। সে কারণেই বিষয়টি মেনে নিয়েছি। পরিচালকের ওপর আমার আস্থা রয়েছে। আশা করছি ভালভাবেই আমরা এ ছবির শুটিং শেষ করতে পারবো। উল্লেখ্য, সালমান ও সোনম কাপুর এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। এ ছবিটি চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই