অভিনব ঢংয়ে মি. বিনের ২৫তম জন্মদিন উদযাপন

মি. বিন চরিত্রের নাম শুনেনি এমন মানুষ মেলা ভার। ছেলে থেকে বুড়ো সকলেই এই নামের সঙ্গে পরিচিত। সম্প্রতি জনপ্রিয় এই কমেডি শো ২৫ বছর পূর্তি করলো। ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে মি. বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন তার স্বভাবসুভল ঢংয়ে বামিংহাম প্যালেসের সামনে নেচে-গেয়ে উদযাপন করেছেন ২৫ তম জন্মদিন।
অ্যাটকিনসন তার সেই বিখ্যাত ১৯৭৬ সালের লেল্যান্ড মিনি ১০০০ মডেলের গাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। হাত ভর্তি ছিল নানা শপিং এবং বেলুনে। সঙ্গে ছিল টেডিও।
মি. বিনের পোশাক পড়ে গাড়ির ছাদে চড়ে বসেছিলেন অ্যাটকিনসন।
মি. বিনের ২৫ তম জন্মদিন, আর কেক কাটা হবে না তাই কী হয়। ছিল কেক কাটার আয়োজন। মি. বিনের জন্মদিন উদযাপনে তার বাবা-মা এবং অবশ্যই বিনের সবচেয়ে প্রিয় বন্ধু টেডিও উপস্থিত ছিলেন।
এই শো সম্পর্কে মতামত জানানো জন্যে #MrBean25 নামে একটি হ্যাশ ট্যাগও চালু করা হয়েছে।

































মন্তব্য চালু নেই