ঠাকুরগাঁও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সরকার কতৃক তেল, গ্যাস ও বিদ্যুৎ – এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

আজ রবিবার বেলা ১২ টায় মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা কর্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেল বিএনপির সাধারন সম্পাদক তৈমুর রহমান, জেলা সদর থানর সাধারন সম্পাদক আব্দুল হামিদ, জেলা পৌর বিএনপির সাধারন সম্পাদক তারেক আদনান, মহিলা দলের আহবায়ক ফোরাতুন নাহার পেরিস, জেলা যুবদলের আহবায়ক চৌধুরী মোহাম্মদ মুহিবুল¬াহ আবু নূর প্রমুখ।



মন্তব্য চালু নেই