টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন

ক্রিস রজার্স, মাইকেল ক্লার্কের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সি ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট খেলেছেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে তার অভিষেক হয়। ৫৯ টেস্টে ৩৫.১৯ গড়ে ৩৭৩১ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৩৩.৬৮ গড়ে নিয়েছেন ৭৫ উইকেট।

সম্প্রতি অ্যাশেজ হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই দলের সদস্য ছিলেন ওয়াটসন। পুরো দলের মত ওয়াটসনও ছিলেন নিষ্প্রভ। ওয়ানডেতে ওয়াটসন যেভাবে নিজেকে প্রমাণ করেছেন টেস্টে সেভাবে পারেননি। টেস্ট ক্যারিয়ারের পুরোটা সময়ই ইনজুরি ও ফর্মহীনতার ভুগেছেন ওয়াটসন।



মন্তব্য চালু নেই