সরকার বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি : মির্জা আব্বাস

‘সরকার বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি’ এ কথা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে কখন দেশনেত্রী ডাক দিবেন।’

সোমবার রাজধানীর ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ মনে করছে আন্দোলনের জন্য আমরা সেরকম প্রস্তুতি নিতে পারিনি। তারা উস্কানি দিচ্ছে।’

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, ‘এতো ব্যস্ত হওয়ার কী আছে। আমরা রাস্তায় নামলে আপনারা কি বিদায় হবেন। একটা হচ্ছে বিদায় হওয়া আরেকটা হচ্ছে বিদায় করা। আপনারা বিদায় হতে চাইলে বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কথা বলুন।’

জাতীয় সম্প্রচার নীতিমালা এবং বিচারপতি অভিশংসন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপির এ নেতা।



মন্তব্য চালু নেই