১০০ টাকার জন্য ১২ ছাত্রীকে বিবস্ত্র!

স্কুলের মধ্যে ১০০ টাকার একটি নোট হারিয়ে ফেলেন ভারতের কর্নাটক রাজ্যের মান্ডওয়ার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অনেক খোঁজাখুঁজি করেও তিনি সেই টাকা পাননি। পরে তিনি ছাত্রীদেরকে টাকা চুরির বিষয়ে সন্দেহ করেন।

আর তাই সন্দেহের বশে ওই ছাত্রীদের নগ্ন করিয়ে সন্ধান চালান হারানো টাকার! কিন্তু কোনো লাভ হয়নি, হারানো টাকা এতেও তিনি খুঁজে পাননি।

এতে হয়তো ওই শিক্ষিকার কিছুটা রাগ কমলেও ক্ষেপে উঠেছে ছাত্রীদের অভিভাবকরা। ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের কাছে এ বিষয়ে নালিশ করলে তারা স্কুলে এসে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার পদত্যাগও দাবি করেন।

এ ঘটনায় রাজ্যের শিক্ষা দপ্তর ওই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারবেন না বলেও জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই