‘ওয়েলকাম ব্যাক’-এর দুর্দান্ত যাত্রা
২০০৭ সালে বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কমেডি ছবি ‘ওয়েলকাম’ মুক্তির দীর্ঘ আট বছর পর মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’। মুক্তির প্রথমদিনেই বিগ বাজেটের তারকাবহুল এই ছবিটি দুর্দান্ত শুরু করেছে।
জানা গেছে, ৪ সেপ্টেম্বর বলিউডে মুক্তি পেয়েছে আনিস বাজমির ১০০ কোটি খরচে নির্মাণ করা ছবি ‘ওয়েলকাম ব্যাক’; আর মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ১৪.৩৫ কোটি রূপি। শুধু তাই না চলতি বছর মুক্তির প্রথম দিনে আয় করা কোনো ছবি হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ। এর আগে শুধু ব্রাদার্স ও বাজরাঙ্গি ভাইজান –এর নাম রয়েছে।
‘ওয়েলকাম’-এ কমেডিয়ান হিরো হিসেবে অক্ষয় কুমার যতোটা প্রভাব বিস্তার করতে পেরেছেন, তার জায়গায় নেয়া জন আব্রাহাম কতটা সফল হন তা নিয়ে সন্ধিহান ছিলেন অনেক সমালোচক। কিন্তু বক্স অফিসে ব্যাপক সাড়া পড়ায় জন আব্রাহামও আপ্লুত।
উল্লেখ্য, ‘ওয়েলকাম’ –থেকে অক্ষয় কুমার বাদ পড়লেও তার জায়গায় স্থান করে নিয়েছেন জন আব্রাহাম। এছাড়াও অনিল কাপুর, নানা পাটেকার, নাসির উদ্দিন শাহ, পরেশ রাওয়াল, ডিম্পল কাপাডিয়া, শাইনি আহুজা এবং শ্রুতি হাসানের মত তারকা অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন।
মন্তব্য চালু নেই