পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ পড়লেন যারা, টিকে রইলেন কারা?
জাতীয় ক্রিকেট টিমকে নতুন করে সাজিয়েছে পাকিস্তান। চারটি ক্যাটাগরিতে টিমকে সাজিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আগামী এক বছরের জন্য দলের এসব ক্রিকেটারদের সাথে চুক্তি করেছে পাকিস্তান।
ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের সার্বিক বিষয় মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়। এই তালিকায় রয়েছেন সাতাশ জন ক্রিকেটার।
এ ক্যাটাগরিতে রয়েছেন যারা রয়েছেন তারা হলেন, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, মিসবাহ উল হক, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও ইউনুস খান।
বি ক্যাটাগরিতে আছেন, আহমদ শেহজাদ, আসাদ শফিক, জুনাইদ খান, রাহাত আলী, সাঈদ আজমল, সরফরাজ আহমদ, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
সি ক্যাটাগরিতে রয়েছেন, আনওয়ার আলী, ফাওয়াদ আলম, হ্যারিস সোহেল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও ওমর আকমল।
ডি ক্যাটাগরিতে রয়েছেন, বাবর আজম, সামি আলম, সোহাইব মাকসুদ, ওমর আমিন ও জুলফিকার বাবর।
ওমর গুল ও ওমর আকমলের জন্য এই তালিকা হয়তো বেশ কষ্টদায়ক হবে। অন্যদিকে দলে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকা মোহাম্মদ আমেরকেও পাকিস্তানের ক্রিকেট বোর্ড দেয়নি কোনো সুসংবাদ।
এখন এক বছরের জন্য এই ২৭ জনের সাথে আর্থিক চুক্তি করবে পিসিবি।
মন্তব্য চালু নেই