যে এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে

ইসলাম ধর্মে নামাজকে ফরয করা হয়েছে। তবে ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায়ের পর অনেকে যিকির আযগার করে থাকেন। অধিক সওয়াবের আশায় যদি নিম্নের দোয়াটি কোন ব্যক্তি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন আমাদের দীনের নবী রাসূলে পাক (সা.)।

আরবি দোয়া-

رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَّبِالْإِسْلاَمِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ نَبِيًّا-

উচ্চারণ: রাযীতু বিললা-হে রববাঁও ওয়া বিল ইসলা-মে দীনাঁও ওয়া বিমুহাম্মাদিন্ নাবিইয়া।
অর্থ: আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহর উপরে প্রতিপালক হিসাবে, ইসলামের উপরে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদের উপরে নবী হিসাবে’।

দোয়াটি সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দো‘আ পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে’। (আবুদাঊদ হা/১৫২৯, ‘ছালাত’ অধ্যায়-২, ‘ক্ষমা প্রার্থনা’ অনুচ্ছেদ-৩৬১)।



মন্তব্য চালু নেই