নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাকিস্তান যাচ্ছেন বিসিবির পাঁচ সদস্য
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছে বিসিবিকে। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য পাকিস্তান সফর কতটা নিরাপত্তা হবে তা খতিয়ে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই বিসিবি থেকে ৫ সদস্যদের প্রতিনিধি দল আগামীকাল পাকিস্তান যাচ্ছেন।
পাকিস্তান সফরে গিয়ে সেপ্টেম্বরে পাকদের বিপক্ষে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা রয়েছে সালমা বাহিনীর। তবে সন্ত্রাসী হামলায় জর্জরিত পাকিস্তানে বাংলাদেশ নারী দলকে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে শঙ্কা এখনো রয়েছে। তাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তাই এ দল পাঠানোর সিদ্ধান্ত বোর্ডের। পাঁচ সদস্যের এ দল করাচি ও লাহোরের দুটি ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।
মন্তব্য চালু নেই