মৃত কয়েদির মাংস যে কারাগারের খাবার!
রুয়ান্ডার গীতারামা কারাগার বিশ্বের অন্যতম একটি প্রানঘাতী স্থান নামে পরিচিত।
এ কারাগারে থাকা যে কারোর জন্যই দু: স্বপ্ন। এক প্রতিবেদনে বলা হয়, গীতারামা কারাগারে সর্বোচ্চ ৬০০ জনের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় ৬-৭ হাজার আসামি এ কারাগারে আটক রাখা হয়েছে।
গীতারামা কারাগারের কয়েদিরা সবসময়ই স্থান সংকটে থাকে। তারা বেশিরভাগ সময়ই নিজেদের মধ্যে মারামারি করে। বেঁচে থাকার জন্য তারা একে অন্যকে খুন করে ও মৃত কয়েদির মাংস খায়।
এখানেই শেষ নয় প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিদিন এ কারাগারে নৃশংসভাবে খুন হয় ৭-৮ জন কয়েদি।
অনেক মানবধিকার সংস্থা গীতারামা কারাগারের এ শোচনীয় অবস্থায় বিরুদ্ধে আন্দোলন করলেও অবস্থার কোন উন্নতি করতে পারেনি।
সূত্র: জি নিউজ
মন্তব্য চালু নেই