এবার অন্যরূপে মিম
মূলত লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমেই শোবিজে পথ চলা শুরু হয় কুমিল্লার মেয়ে বিদ্যা সিনহা সাহা মিমের। টিভি নাটক দিয়ে তার পরিচিত বাড়লেও মন পড়ে ছিলো তার চলচ্চিত্রেই।
২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবি দিয়ে তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয়েছিলো। এ পর্যন্ত ‘আমার প্রাণের প্রিয়া’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’ এবং ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
এখন নতুন করে ভাবছেন। এবার স্বল্পবসনা হয়ে চলচ্চিত্রের দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। তার নতুন ছবি ‘সুইটহার্ট’ এর জন্য একটি ফটোশুটের আয়োজন করেছিলেন ছবিটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন। ফটোশুটের ছবিতে মিমকে স্বল্পবসনা দেখা যায় বাপ্পির সঙ্গে। অক্টোবর থেকে নতুন এ চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা রয়েছে। এতে মিমের হিরো হিসেবে থাকবেন ইমন ও বাপ্পি। অনেকেই মিমের এ সাহসী সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য চালু নেই