পাথরের জঙ্গল!

জঙ্গল সাধারণত হাজার হাজার পশু-পাখি, গাছপালাতে ঢাকা থাকবে এটাই স্বাভাবিক। গাছের ভীড়ে চারিদিকের পরিবেশটা হবে বেজায় অন্ধকার। কিন্তু যেদিক চোখ বুলানো যাক না কেন পাথর আর পাথর। পাথর ছাড়া অন্য কিছু দেখাই যায় না-এমন কোন স্থানের নাম শুনেছেন কখনো? পাথরগুলো এতো বড় আর এতা বেশী সংখ্যক যে. আপনি তাকে পাথরের জঙ্গল ছাড়া অন্য কিছু বলতেই পারবেন না।

চীনের প্রাচীর সম্পর্কে বিশ্বের কারও অজানা নয়। কিন্তু চীনে এমন এক পাথরের জঙ্গলও রয়েছে যা পাথর দিয়ে বানানো হয়েছে। জঙ্গলটি একলাখ একর বেস্টনিতে অবস্থিত।

চীনের দক্ষিণে অবস্থিত এ পুরাতন জঙ্গলটি সবুজ গাছ গাছালিতে ঘেরা। জঙ্গলটি ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে ৫০ মাইল দূরত্বে অবস্থিত। জঙ্গলটির মাঝখানে সিঁড়িও বানানো হয়েছে। যাতে করে মানুষ সিঁড়িতে চড়ে জঙ্গলের মাঝখানে যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গলটি পূণাঙ্গ রূপ পেতে সময় লেগছে ২৭০ মিলিয়ন বছর । এই জঙ্গলটিতে গুহা ও ক্যাসকেডও রয়েছে।
সূত্র: নিউজ এক্সপ্রেস



মন্তব্য চালু নেই